বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের সীমান্তবর্তী পারাচিনার শহরের 'কোর্রাম' এলাকার সবজি ও ফলমূলের বাজারে আজ সকালে (২১শে জানুয়ারি) এই ঘটনা ঘটেছে।
উক্ত এলাকার এক সংসদ সদস্য জানান, বাজারে বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। নিহতদের জন্য জানাজার নামাজ আদায় করার পরে বোমা হামলার বিরুদ্ধে বিক্ষোভ করা হবে।
বিস্ফোরণের ঘটনায় অনেকের অবস্থার গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশংকা রয়েছে।
সন্ত্রাসীরা ঘরে তৈরি বোমা সবজি বাজারের টমেটো স্তূপের ভেতরে পেতে রেখেছিল এবং লোকজনের সমাবেশ ঘটলে আজ সকালে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে সেনা মোতায়েন করা হয়েছে। পূর্বে উক্ত এলাকার আশেপাশের এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের সদস্যরা সক্রিয় ছিল এবং বিভিন্ন সময় শিয়া মুসলমানদের ওপর হামলা চালাতো।
পাকিস্তানের ২০ কোটি জনগণের মধ্যে শিয়া মুসলমানের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। তাদের মধ্যে অধিকাংশই ইরান এবং আফগানিস্তান সীমান্তবর্তী তেল ও গ্যাস সমৃদ্ধ বেলুচিস্থানে জীবন যাপন করেন।