IQNA

যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা করতে যাচ্ছে ট্রাম্প/ তালিকায় রয়েছে ইরান ও সিরিয়ারও নাগরিক

0:24 - January 26, 2017
সংবাদ: 2602428
আন্তর্জাতিক ডেস্ক: বহুল বিতর্কিত ও আলোচিত সেই প্রতিশ্রুতির দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিল মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের নিষিদ্ধ করবে। মেক্সিকো সীমান্তে নির্মাণ করবেন দেয়াল। যেকোনো সময় এ বিষয়ক নির্বাহী আদেশে সই করতে পারে ট্রাম্প। এমন খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা ইকনা: রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে,  এই আদেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে সিরিয়ার শরণার্থী ও মুসলিমদের প্রবেশ বন্ধ করে দেয়া হবে। এমন মুসলিম দেশের মধ্যে রয়েছে ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন।
এসব দেশের কোনো শরণার্থী, ভিসা পাওয়া ব্যক্তিদেরও এর আওতায় আনা হতে পারে। এমন তথ্য কংগ্রেসের সূত্র জানিয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হোম সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ এ বিষয়ে কড়াকড়ি প্রক্রিয়া নির্ধারণ করবে ততক্ষণ সব দেশে যুক্তরাষ্ট্রে অভিবাসী যাওয়ার ওপর অনেক মাস (মাল্টি-মান্থ) নিষেধাজ্ঞা থাকতে পারে।
ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের কথা মিডিয়ায় প্রকাশ হওয়ার পর এর নিন্দা জানিয়েছেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স-এর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ। তিনি মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি টুইট করেছেন। তাতে বলেছেন, এসব নির্বাহী আদেশ আমাদের জাতিকে (মার্কিন) নিরাপদ করবে না। উল্টো তাতে আরো আতঙ্ক বাড়বে।
এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে নির্বাহী আদেশেও সই করতে পারেন আজ। প্রশাসনিক দুজন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন বার্তা সংস্থা এপিকে।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় অনেকবার প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি কঠোর করার প্রত্যয় ঘোষণা করেছিলেন। এর আওতায় ছিল যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করা।
ট্রাম্পের এই সিদ্ধান্তকে আমেরিকার মূল্যবোধ বিরোধী বলে মন্তব্য করেছেন অনেকে। একই দেশে সমকামীদের সমর্থন করা আর মুসলিমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া কোনো নিয়মের মধ্যে পরে না বলে ট্রাম্পের অভিবাসীদের নিয়ে  নিতে যাওয়া নির্বাহী আদেশের সমালোচনা উঠে বিভিন্ন অঙ্গরাজ্যে।
iqna


captcha