IQNA

ইমাম মাহদীর আবির্বাবের প্রতি আশাবাদী থাকার গুরুত্ব

22:00 - February 04, 2017
সংবাদ: 2602477
ইমাম মাহদীর আবির্বাবের প্রতি আশাবাদী থাকার গুরুত্ব অত্যাধিক। কেননা সেই হযরত আদমের যুগ থেকে আজও পর্যন্ত মানুষ মুক্তিদাতা ইমাম মাহদীর জন্য প্রতিক্ষা করছে।
ইমাম মাহদীর আবির্বাবের প্রতি আশাবাদী থাকার গুরুত্ব

বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের আলামত ও লক্ষণের পরিধি অনেক ব্যাপক ও বিস্তীর্ণ; তা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। এই সকল আলামতগুলো জানা থাকলে ইমাম মাহদীর জন্য অপেক্ষা করাও অনেকটা সহজ হয়ে যায়।

আবির্ভাবের আলামত ও লক্ষণ বলতে বুঝায় এমন কিছু চিহ্ন ও নিশানা যা ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পূর্বে এ পৃথিবীতে পরিলক্ষিত হবে। রাসূল (সা.), মাসুম ইমামগণ থেকে বর্ণিত বিভিন্ন হাদীসে এ সব আলামতের পরিচয় আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা এখানে পাঠকদের জ্ঞাতার্থে ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের কিছু আলামতের প্রতি ইঙ্গিত করা হল:

১- দুনিয়ার চাকচিক্য ও সম্পদের প্রতি মানুষের অতিশয় আসক্তি ২- জুয়া খেলার বিস্তার ৩- নারী নেতৃত্বের বিস্তার সাধন ৪- সুদ ও ঘুষের প্রচলন

৫- সমাজ অন্যায় ও অবিচারে ছেয়ে যাওয়া ৬- আল্লাহর হারামকৃত বিষয়সমূহ হালাল হিসেবে গণ্য করা ৭- পবিত্র কুরআনকে উপেক্ষা করা ৮- নামাযের প্রতি অনিহা।

সূত্র: বিহারুল আনওয়ার; খণ্ড ৫২তম, পৃ. ২৫৬

ইমাম মাহদী (আ.)-এর আর একটি বৈশিষ্ট্য হচেছ মাসূমগণ তাঁর সম্পর্কে অতি সুন্দর সুন্দর কথা বলেছেন৷ যার সমষ্টি থেকে ইমাম মাহদী (আ.)-এর ন্যায়নিষ্ঠ বিপ্লবের গুরুত্ব প্রকাশ পায়৷ এখানে আমরা ইমাম মাহদী (আ.) সম্পর্কিত চৌদ্দ মাসুম (আ.) হতে বর্ণিত হাদীসসমূহকে আপনাদের সামনে উপস্থাপন করেছি:

রাসূল (সা.) বলেছেন: তার সৌভাগ্য, যে মাহ্দীকে দেখবে৷ তারও সৌভাগ্য, যে মাহদীকে ভালবাসবে এবং সেও সৌভাগ্যবান, যে তাঁর ইমামতকে গ্রহণ করবে।(বিহারুল আনওয়ার খণ্ড- ৫২, পৃ.-৩০৯)৷ শাবিস্তান
captcha