IQNA

মার্জিত পোশাকের নকশা প্রদানের চেষ্টা আমেরিকান পোশাক ডিজাইনার

22:10 - February 13, 2017
সংবাদ: 2602525
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকান পোশাক ডিজাইনার 'সারা মুসা' মুসলিম এবং অমুসলিমদের মাঝে জনপ্রিয় ও মার্জিত পোশাকের নকশা প্রদানের চেষ্টা করছেন।

বার্তা সংস্থা ইকনা: সারা মুসার পিতা হচ্ছেন ফিলিস্তিনি আর মা হচ্ছে করিয়ান। তিনি ১৭ বয়স থেকেই হিজাব পরেন এবং অন্যদেরকে হিজাবের দিকে আকর্ষক করার চেষ্টা করছেন।

বর্তমানে সারার বয়স হচ্ছে ৩৩ বছর, তিনি নিউইয়র্কে পোশাকের ডিজাইনার। তিনি এখন সুন্দর ও মার্জিত পোশাক তৈরি করছে যার প্রতি সবাই ঝুঁকে পড়ছেন।

সারা ১৯ বছর ধরে পোশাক ডিজাইনার হিসাবে কাজ করেছেন। বর্তমানে তিনি একটি বড় ফ্যাক্টরিতে কাজ করছেন এবং সেখানেই তার স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন।

তিনি বলেন: আমি এখন সুন্দর ও মার্জিত পোশাক তৈরি করছি এখন নারীদের উপর নির্ভর করে তারা এটাকে কিভাবে ব্যবহার করবেন।

সারা বলেন: আমার মা খ্রিস্টান এবং আমি যে হিজাব পরব সেই বিষয়ে তাকে রাজি করাতে আমার তিন বছর সময় লেগে গেছে।

তিনি বলেন: আমি যখন থেকে হিজাব শুরু করি সেই বয়সে আমেরিকান মেয়েরা নিজেদের ফিটনেস নিয়ে বেশী চিন্তা করে এবং নিজেকে প্রদর্শন করতে বেশী পছন্দ করে। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে হিজাবকেই বেছে নেই।

সারা বলেন: আমি যদি হিজাব পরি তাহলে আমি নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারব এবং কেউ আমার দিকে কুনজরে তাকাবে না। আর অন্যরাও আমার সুন্দর ও মার্জিত পোশাকে দেখে হিজাবে দিকে আকর্ষিত হবে।

iqna

captcha