শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আলবলাহর কাছে কিছু চাইতে হলে অত্যন্ত কাতরভাবে চাইতে হবে, তাহলেই তিনি আমাদের সমস্যার সমাধান করবেন।
ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: সূরা নামলের ৬২ নং আয়াতে যে বলা হয়েছে: اَمَّن یُّجیبُ المُضطَرَّ اِذا دَعاهُ وَ یَکشِفُ السُّوءَ؛ কে তিনি যিনি আর্তের ডাক শোনেন যখন সে তাঁকে ডাকে কাতরভাবে এবং কে তার দুঃখ দূর করেন?
এই আয়াতটি ইমাম মাহদীর জন্য বাস্তবতা রাখে, কেননা তিনি দিবারাত্র আল্লাহকে কাতরভাবে ডাকেন আর বলেন, হে আল্লাহ আমার আবির্ভাবকে ত্বরান্বিত করুন। আমি দুনিয়া থেকে অন্যায় অত্যাচারকে দূর করব। মহান আল্লাহ খুব শীঘ্রই তাকে ক্ষমতার আসনে বসাবেন এবং তিনি মানুষের দুঃখ দূর করেন।
সূত্র: ইলযামুন নাওয়াসেব, পৃ: ১৭২