IQNA

সৌদি’র সাথে সমঝোতা হলে ইরান চলতি বছরে ৮০ হাজার হাজি পাঠাবে

0:58 - March 06, 2017
সংবাদ: 2602662
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের হজ্ব বিভাগে দেশটির সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীর প্রতিনিধি হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম কাজি আসগার বলেছেন যে, যদি সৌদি’র সাথে সমঝোতা হয় তাহলে ইরান চলতি বছরে ৮০ হাজার হাজি পাঠাবে।
সৌদি’র সাথে সমঝোতা হলে ইরান চলতি বছরে ৮০ হাজার হাজি পাঠাবে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম কাজি আসগার আজ রবিবার ৫ই মার্চ তেহরানে এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন: চলতি বছরের হজ্বের মৌসুমে হজ্বে অংশগ্রহণের বিষয়ে সৌদি আরবের সাথে বর্তমানে সমঝোতা চলছে। ইতিমধ্যে হজ্ব বিষয়ক সমঝোতায় বিশেষ অগ্রগতি অর্জিত হয়েছে। অধিকাংশ বিষয়ে উভয় দেশের প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছেছে। কিন্তু এখনও কিছু বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। যাতে উভয় দেশের মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়।

তিনি বলেন: ইরান ও সৌদির মধ্যে হজ্ব বিষয়ে এখন যে ব্যাপারটি মতভেদের কারণ তা হচ্ছে ২০১৫ সনের হজ্ব মৌসুমে মিনা ট্র্যাজেডির ঘটনা। যেখানে প্রায় ৭ হাজার হাজির প্রাণহানি ঘটেছে। শুধুমাত্র ইরান থেকেই পাঁচ শতাধিক হাজি নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। ইরান এ ঘটনার আশু তদন্ত চায় এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করাও ইরানের দাবি। এ ছাড়া এ ঘটনা নেপথ্যে কিছু দলিল-প্রমাণ ইরানের হাতে রয়েছে। সৌদি সরকার ইচ্ছা করলে সেগুলো বিশ্লেষণ করতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীর হজ্ব বিষয়ক প্রতিনিধি আরও বলেন: যদি সৌদি আরবের সাথে ইরান চূড়ান্ত সমঝোতায় পৌছায় তবে চলতি বছরে ৮০ হাজার লোক ইরান থেকে হজ্বে গমন করবে।

iqna


captcha