
বার্তা সংস্থা ইকনা: ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, ইমাম মাহদীর আবির্ভাবের আনন্দ এতটাই বেশী যে, প্রতিটি মু’মিন কবরবাসী পরস্পরের সাথে সাক্ষাত করবে এবং ইমাম মাহদীর আগমন উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাবে।
عن أبی عبدالله علیه السلام: «کأنی بالقائم علی منبرالکوفه فهو قد لبس درع رسول الله صل الله علیه وآله»؛ - وذکر أحواله إلی ان قال- : « ولا یبقی مومن ألا دخلت علیه الفرجه فی قبره و ذلک حین یتزاورون فی قبورهم و یتباشرون بقیام القائم علیه السلام»
ইসবাতুল হুদা ৩য় খণ্ড, পৃ: ৫৩০।
রাসূল(সা.) বলেছেন: আসমান ও যমীনের বাসিন্দারা তার প্রতি সন্তুষ্ট হবে। আকাশ বৃষ্টি বর্ষণ করার ব্যাপার কার্পণ্য করবে না এবং যমীনেও উদ্ভিদ, বৃক্ষ ও তরুলতা জন্মানোর পথে কোন বাধা থাকবে না অর্থাৎ পৃথিবী বৃক্ষ, তরুলতা, ফুলে-ফলে ভরে যাবে। এর ফলে জীবিতরা আফসোস করতে থাকবে : হায় যদি এ সব নেয়ামত ভোগ করার জন্য মৃতরা জীবিত হতো। (ইবনে হাম্মাদের হস্তলিখিত পাণ্ডুলিপি, পৃ. ৯৯)
ইমাম বাকির (আ.) বলেছেন: মহান আল্লাহ্ মাহদীর মাধ্যমে নিজ ধর্মকে বিজয়ী করবেন যদিও কাফের-মুশরিকরা তা পছন্দ করবে না এবং পৃথিবীর সমস্ত বিধ্বস্ত ও বিরান এলাকা তাঁর মাধ্যমে আবাদ হয়ে যাবে। (বিহার, ৫২তম খণ্ড, পৃ. ১৯১)
শাবিস্তান