বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম সাদিক (আ.) বলেন, হে ইসহাক যতপার আমাদের বন্ধুদের সাথে সদাচার কর, কেননা যখনই কোন মু’মিন তার মুমিন ভাইকে সাহায্য করতে কখন শয়তান অপমানিত ও অপদস্থ হয় এবং তার মুখে চুনকালি পড়ে।
الإمامُ الصّادقُ عليه السلام ـ لإسحاقَ بنِ عمّارٍ ـ: «أحسِنْ يا إسحاقُ إلى أوليائي ما اسْتَطَعْتَ ، فما أحسَنَ مؤمنٌ إلى مؤمنٍ و لا أعانَهُ إلاّ خَمَشَ وَجهَ إبْليسَ ، وَ قرَّحَ قَلبَهُ .»
আল কাফী, ২য় খণ্ড, পৃ: ২০৭, হাদিস-৯।
নৈতিক উপযুক্ততা ভালো বন্ধুর আরেক বিশেষ গুণ। ইসলামের শিক্ষা অনুযায়ী ভালো বন্ধু সেই হতে পারে যে নৈতিক স্খলন থেকে দূরে থাকে। কেননা দুশ্চরিত্রবান আর মন্দ কাজে অভ্যস্ত বন্ধু শেষ পর্যন্ত মানুষকে অবৈধ, অশোভন আর অনৈতিক কাজের দিকে নিয়ে যায়।
বন্ধুত্বের একটা গুরুত্বপূর্ণ নীতি হল সততা রক্ষা করা। বন্ধুকে সম্মান করা বন্ধুত্বের নীতিমালার আরেকটি বৈশিষ্ট্য। বন্ধুত্বের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার হচ্ছে অসুখ-বিসুখ, বিপদ-আপদেও বন্ধুত্ব অটুট রাখা। বন্ধুত্বের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যক্তিগত অহমিকা বা গর্ব পরিহার করা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন গভীর হয় তখন এক বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে কেবল যে সম্মানই পায় তা-ই নয় বরং নিজেকে কেউ বড়ো করে দেখারও চেষ্টা করে না, অহংকারও করে বেড়ায় না। সূত্র: shabestan