IQNA

অস্ট্রিয়ায় কুরআন বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ

0:13 - March 31, 2017
সংবাদ: 2602819
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার সরকার নতুন আইন পাশের মাধ্যমে সেদেশে প্রকাশ্য স্থানে কুরআন বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বার্তা সংস্থা ইকনা: অস্ট্রিয়ার সরকার মঙ্গলবারে (২৮শে মার্চে) মুসলিম অভিবাসী প্রবেশের ক্ষেত্রে নতুন আইন পাশ করেছে। এ আইনের মাধ্যমে প্রকাশ্য স্থানে মুসলিম নারীদের নেকাব এবং যে সকল পোশাক মুখ ঢাকার জন্য ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যারা এই আইনের অমান্য করবে তাদেরকে ১৫০ ইউরো জরিমানা করতে হবে।

এছাড়াও নতুন আইনের মাধ্যমে অস্ট্রিয়ায় প্রকাশ্য স্থানে কুরআন বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং যরা সেদেশে আশ্রয় গ্রহণ করেতে চাই তাদেরকে ইন্টিগ্রেশন বিষয়ে এক বছরের কোর্স সম্পন্ন করতে হবে।

এই কোর্সে অস্ট্রিয়ার সমাজের মূল্যবোধ এবং নিয়মের ওপর শিক্ষা প্রদান করা হবে।

যারা এই কোর্স করতে অস্বীকার করবে তাদেরকে জরিমানা করা হবে এবং সেদেশের সরকার যে অর্থ সহায়তা করে তা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে।

পূর্বে অস্ট্রিয়ার কট্টরপন্থী দলের নেতা 'হেইঞ্জ ক্রিস্টিয়ান ইস্তারাখা' সেদেশের সরকারের নিকট কট্টরপন্থী ওয়াহাবি এবং সালাফী কর্তৃক কুরআন বিতরণের বাধা দেয়ার জন্য আহ্বান জানিয়েছে। ধারণা করা হচ্ছে হেইঞ্জের পদক্ষেপের কারণে সেদেশের সরকার এধরণের সিদ্ধান্ত নিয়েছে।

iqna


captcha