IQNA

হামাস কমান্ডার নিহত হওয়ার পর গাজায় নিরাপত্তা জোরদার

4:27 - April 03, 2017
1
সংবাদ: 2602844
আন্তর্জাতিক ডেস্ক: ইজ্জুদ্দীন কাসসাম ব্রিগেডের কমান্ডার ‘মাজেন ফোকাহা’র হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় হামাস, গাজায় ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন (হামাস)-এর অংগ সংগঠন ইজ্জুদ্দীন কাসসাম ব্রিগেডের কমান্ডার মাজেন ফোকাহাকে হত্যার ঘটনায় হামাস ঘোষণা করেছে যে, গাজায় ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির সাজা হচ্ছে মৃত্যুদণ্ড।

গাজার স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াদ আল-বাজম জানিয়েছেন: আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে এ পদক্ষেপের বাস্তবায়ন শুরু হবে। এরই ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ইসরাইলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরকে আটক, বিচার এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করাও হতে পারে।

প্রসঙ্গত, হামাসের অংগ সংগঠন ইজ্জুদ্দীন কাসসাম ব্রিগেডের কমান্ডার মাজেন ফোকাহাকে গত ২৪ মার্চ অজ্ঞাত ৪ দূর্বৃত্ত গাজায় তার বাড়িতে গুলি করে হত্যা করে। ইসরাইলি গুপ্তচররা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হামাস এবং কাসসাম ব্রিগেডও এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।#3586291


প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Travon
0
0
I think you've just captured the answer pefelctry
captcha