IQNA

যুক্তরাষ্ট্রে;

‘নিজের মুসলিম প্রতিবেশীকে চিনুন’ শীর্ষক কর্মসূচী

22:38 - April 16, 2017
সংবাদ: 2602912
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ওরবানা শহরের গণগ্রন্থাগার আগামী ২২শে এপ্রিল ‘নিজের মুসলিম প্রতিবেশীকে চিনুন’ শীর্ষক কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছে।

Smilepolitely ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মুসলিম আমেরিকান সোসাইটি (MAS), বিভিন্ন ধর্মের মাঝে বিদ্যমান ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচীর উদ্যোগ নিয়েছে।

এ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা নতুন মুসলিম বন্ধুদের সাথে পরিচিত হবেন এবং নতুন মুসলিম বন্ধু খুঁজে পাবেন।

বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে; এগুলোর মধ্যে রয়েছে স্থানীয় মুসলমানদের সাথে আলোচনা, আপ্যায়ন, পোস্টার প্রদর্শনী, অতিত ও বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের মুসলমানদের প্রতি সহযোগিতা, হিজাব প্রশিক্ষণ এবং শিশুদের জন্য ঘুড়ি উড্ডয়ন ইত্যাদি।

প্রসঙ্গত, মুসলিম আমেরিকান সোসাইটি গত মাসেও এ কর্মসূচী বাস্তবায়ন করেছিল, যা ব্যাপকভাবে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।#3590001


captcha