IQNA

রাশিয়ায় নতুন মসজিদ উদ্বোধন

9:24 - May 07, 2017
সংবাদ: 2603037
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কোস্টারুমা শহরে ৫ম মে তুরস্কের ধর্মীয় সংগঠনের প্রধানের উপস্থিতিতে জামে মসজিদের উদ্বোধন হয়েছে।
রাশিয়ায় নতুন মসজিদ উদ্বোধন

বার্তা সংস্থা ইকনা: মস্কোর ৩২০ কিলোমিটার উত্তরে অবস্থিত কোস্টারুমা শহরে অবস্থিত এই মসজিদটি মস্কো জামে মসজিদের পর দ্বিতীয় মসজিদ যা তুরস্কের ধর্মীয় সংগঠন তাতারী মুসলিমদের জন্য নির্মাণ করেছে।

কোস্টারুমা শহরের জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে জুমার নামাজের খুতবায় তুরস্কের ধর্মীয় সংগঠনের প্রধান 'মোহেমাত ঘুরমায', রাশিয়ার গ্র্যান্ড মুফতি 'টালগাট টাজডীন' এবং মুসলিম আধ্যাত্মিক নির্দেশনা সংস্থা প্রধান বক্তৃতা প্রদান করেছেন।

তুরস্কের ধর্মীয় সংগঠনের প্রধান 'মোহেমাত ঘুরমায' বলেছেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় কোস্টারুমা শহরে ৪০০ তুর্কি সৈন্য জীবন যাপন করতেন এবং তারা এই স্থানে নামায আদায় করতেন।

উল্লেখ্য, রাশিয়ার কোস্টারুমা শহরর অধিবাসী বাদিউজ জামান নামে প্রসিদ্ধ 'সায়িদ নুরসী' ১২৯৩ হিজরি (সুলতান আবদুল হামিদের খেলাফতের তিন বছর পূর্বে) তুরস্কের বাডলিস প্রদেশের ইসপারটার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে তিনি এক হাতে কুরআন ও অপর হাতে অস্ত্র তুলে নেন।

তিনি রাতে শত্রুদের প্রতিরোধ করতেন এবং দিনে শিক্ষকতা ও কুরআন তিলাওয়াত করতেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি আহত হয়ে শত্রুদের হাতে বন্দি হন এবং দীর্ঘ ২৮ মাস ৪ দিন শত্রুদের হাতে বন্দি থাকেন।

রাশিয়ার পতনের পর এই মসজিদটি ধ্বংস করা হয় এবং সেখানে থিয়েটার নির্মাণ করা হয়। ১৯৯৮ সালে তুরস্কের কর্মকর্তাদের সাথে রাশিয়ার মুসলমানদের গ্র্যান্ড মুফতি এক সাক্ষাৎকারে মসজিদটি ফিরিয়ে নিয়ে আসার জন্য আহ্বান জানান।

তাতারদের রাশিয়া সর্ববৃহৎ মুসলিম জাতি এবং এই জাতি সেদেশর অন্যান্য মুসলমানদের প্রতিনিধিত্ব করে থাকেন।

iqna


captcha