ইমাম বাকির(আ.) এই আয়াতের তাফসীর সম্পর্কেব বলেছে: আয়াতটি ইমাম মাহদী ও তার সাথীরেদ শানে অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাদেরকে মেষ জামানায় ক্ষমতা ও হুকুমত দান করবেন এবং তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত ও বাস্তবায়ন করবেন। আর সকল প্রকার অন্যায় অত্যাচার ও বিদয়াতের অবসান ঘটাবেন। (তাফসীরে কুমী, ২য় খণ্ড, পৃ: ৮৭)
সূরা হুদের ৮৬ নং আয়াতে বর্ণিত হয়েছে: بَقِيَّتُ اللَّـهِ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
আল্লাহর গচ্ছিত সম্পদই তোমাদের জন্য যথেষ্ট যদি তোমরা মু’মিন হয়ে থাক।
ইমাম বাকের (আ.) বলেছেন: ইমাম মাহদী (আ.) আবির্ভূত হওয়ার পর কা’বা গৃহে হেলান দিয়ে প্রথমে উক্ত আয়াতটি তেলাওয়াত করবেন। অতঃপর বলবেন: انا بقیة الله فی الارضه و خلیفته و حجته علیکم
আমিই পৃথিবীর বুকে আল্লাহর গচ্ছিত সম্পদ ,তোমাদের প্রতি তার উত্তরাধিকারী এবং হুজ্জাত। অতঃপর যারা তাকে সালাম করবে তারা বলবে: السلام علیک یا بقیة الله فی ارضه
আপনার প্রতি সালাম, হে পৃথিবীর বুকে আল্লাহর গচ্ছিত সম্পদ।