IQNA

দায়েশের মিথ্যা খেলাফতের অবসান ঘটেছে: এবাদি

20:53 - July 01, 2017
সংবাদ: 2603348
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের মিথ্যা খেলাফতের অবসান হয়েছে। ইরাকি সেনারা মসুল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক আন-নূরি মসজিদ পুনরুদ্ধারের পর তিনি এ মন্তব্য করলেন।
দায়েশের মিথ্যা খেলাফতের অবসান ঘটেছে: এবাদি
বার্তা সংস্থা ইকনা: গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এবাদি বলেন, "জনগণের কাছে আন-নূরি মসজিদ ও আল-হাদবা মিনার ফিরে আসার মাধ্যমে দায়েশের মিথ্যা খেলাফতের পতন হয়েছে।” হায়দার আল-এবাদি বলেন, দায়েশের শেষ সন্ত্রাসী থাকা পর্যন্ত ইরাকি সেনারা তাদেরকে খুঁজবে এবং হত্যা কিংবা আটক করবে।”
গতকাল ইরাকের সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে মসুল শহরের আন-নূরি মসজিদ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল বলেন, "তাদের কল্পিত রাষ্ট্রের পতন হয়েছে।” ২০১৪ সাল থেকে মসজিদটি দায়েশের নিয়ন্ত্রণে ছিল এবং সেখান থেকেই তারা কথিত খেলাফতের ঘোষণা দিয়েছিল।
iqna
captcha