ইমাম মাহদীর(আ.) সাথে আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করার প্রথম পদক্ষেপ হচ্ছে প্রতিদিন দোয়া আহদ পাঠ করা। দিনের শুরুতে এবং শেষে তার প্রতি সালাম পাঠ করা, জিয়ারাতে আলে ইয়াসিন পাঠ করা, দোয়া নুদবা পাঠ করা এবং নামাজের কুনুতে ইমাম মাহদীর(আ.) নিরাপত্তার দোয়া পাঠ করা।
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বর্তমানে বিশ্বের খারাপ পরিস্থিতির কারণে সবাই এখন বিশ্বের মুক্তিদাতার অপেক্ষা করছে। মুসলমানরাও বিশেষ করে শিয়ারা ইরানসহ সারা বিশ্বে আজ ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের জন্য দোয়া, মজলিস পালন করছে।
কথায় বলে: সম্পর্ক সর্বদা দুই পক্ষ থেকে হতে হয়। সুতরাং আমরা যদি ইমাম মাহদীর(আ.) সাথে আধ্যাত্মিক সুসম্পর্ক গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তার জন্য আকুল হয়ে অপেক্ষা করতে হবে।
ইমাম মাহদীর(আ.) সাথে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে সামাজিক এবং ব্যক্তিগত ভাবে তার মত হতে হবে। অর্থাৎ পাক পবিত্র নামাজি এবং পরহেজগার হতে হবে।
সুতরাং ধাপে ধাপে আমাদেরকে ইমাম মাহদীর(আ.) সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। প্রতিদিন নিজেকে পক পবিত্র এবং ইমাম মাহদীর(আ.) পছন্দের মত হওয়ার চেষ্টা করতে হবে।