IQNA

অ্যাপল ডিভাইসে হিজাবী ইমোজি

23:43 - July 18, 2017
সংবাদ: 2603456
আন্তর্জাতিক ডেস্ক: অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা ঘোষণা করেছেন, এ বছরের মধ্যে অ্যাপল ডিভাইসগুলোর হিজাবী ইমোজি পাওয়া যাবে।
অ্যাপল ডিভাইসে হিজাবী ইমোজি
বার্তা সংস্থা ইকনা: অ্যাপলের iOS মোবাইলে চলতি বছরের শেষের দিকে হিজাবী ইমোজি যোগ করা হবে।
হিজাবী ইমোজিতে একটি মেয়ে বেগুনী রঙ্গের ওড়না মাথায় দিয়ে হিজাব ব্যবহার করেছে।
এই হিজাবী ইমোজি ২০১৬ সালের শেষের দিকে ইউনিকোড থেকে অনুমোদন পেয়েছে।
সৌদি আরবের ১৫ বছরের একটি মেয়ে এই হিজাবী ইমোজি নির্মাণ করেছে। এটিকে স্বীকৃতি দেয়ার জন্য অ-ইউনিকোড কনসোর্টিয়ামের নিকট আহ্বান জানায়। কনসোর্টিয়াম সেটিকে আপডেট এবং কম্পিউটার ও মোবাইল ডিভাইসে ব্যবহারের উপযুক্তি করে নির্মাণ করার দায়িত্ব পালন করে।
এই হিজাবী ইমোজির হিজাবের রং পরিবর্তন করা যাবে কি না, সে সম্পর্কে কেউ এখনও কিছু বলতে পারে না। এ ব্যাপারে জানতে হলে অপেক্ষায় থাকতে হবে।
iqna


ট্যাগ্সসমূহ: ইকনা ، মোবাইল ، হিজাব ، সৌদি ، মেয়
captcha