বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনি মুসল্লিরা গতকাল বিকালে নামাজ আদায়ের জন্য আল আকসা মসজিদের বাহিরে অবস্থান করছিল। এসময় ইসরাইলি সেনারা মুসল্লিদের উপর হামলা করে এবং ঘটনাস্থলে নিজেদের সেনা মোতায়েন করে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি সেনাদের গুলিতে ১৫ জন মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনের পরিস্থিতি আশংকাজনক। বর্তমান এই ৬ জন মুসল্লি উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও লাঠিচার্জের ফলে অপর ৬ জন আহত হয়েছেন।
ইসরাইলি সেনারা গতকাল পূর্ব জেরুজালেম থেকে দু'জন ফিলিস্তিনির গাড়ি থামিয়ে গ্রেফতার করেছে।
এছাড়াও পশ্চিম তীরের "বাইতুল আমর" মিনি টাউনে গতকাল স্থানীয় যুবকদের ওপর ইসরাইলি সেনারা হামলা চালায়। এসময় যুবকদের উদ্দেশ্য করে সেনারা কাদানী গ্যাস নিক্ষেপ করে।