IQNA

দায়েশের সহযোগিতা নেয়ার খবর অস্বীকার করল তালেবান

15:52 - August 08, 2017
সংবাদ: 2603595
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান দেশটির সারেপোল এলাকায় সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের ব্যবহার করার খবর অস্বীকার করেছে।

বার্তা সংস্থা ইকনা: গত শনিবার ‘সারেপোল’ প্রদেশের উপকণ্ঠে তালেবান হামলায় পুলিশসহ অর্ধশতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সহযোগিতা নিয়েছে তালেবান।

এ খবরের প্রতিক্রিয়ায় তালেবান বলেছে, তাদেরকে দুর্বল হিসেবে তুলে ধরার দুরভিসন্ধি নিয়ে এ ধরনের খবর প্রকাশ করা হয়েছে।

তালেবান এ খবরে সত্যতা অস্বীকার করলেও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আফগান কর্মকর্তারা জানিয়েছেন,  তালেবান ও দায়েশের প্রায় ৬০০ জঙ্গি সারেপোল প্রদেশের মির্জাওয়ালাঙ্গ গ্রামে চালানো হামলায় অংশ নেয়। তারা আরো জানিয়েছেন, এসব জঙ্গি তুর্কমেনি, উজবেকি এবং পাঞ্জাবি ভাষায় কথা বলছিল। পাঞ্চাবি ভাষায় কথা বলা জঙ্গিরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অধিবাসী বলে মনে করা হচ্ছে। পার্সটুডে
captcha