IQNA

সানায় সৌদি বিমান হামলায় নিহত ৩০

23:13 - August 23, 2017
সংবাদ: 2603680
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমাঞ্চলে সৌদি আরবের বর্বর বিমান হামলায় মাটির সাথে মিশে গেছে একটি হোটেল। ধ্বংসস্তুপের ভেতর থেকে বের করা হয়েছে অন্তত ৩০টি মৃতদেহ।
সানায় সৌদি বিমান হামলায় নিহত ৩০
বার্তা সংস্থা ইকনা: হামলার সময় হোটেলের ভেতরে ৭০ জন মানুষ ছিল; ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আল-মাসিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে, হোটেলটির ওপর কয়েক দফা বিমান হামলা হয়েছে।  

এদিকে, সানারা দক্ষিণাঞ্চলে একটি নিরাপত্তা কেন্দ্রের ওপর সৌদি বিমান হামলায় দু জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

অনদিকে, ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সৌদি আরবের তিনজন ভাড়াটে সেনা মারা গেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তায়িজ ও বাইদা প্রদেশের কয়েকটি এলাকায় সৌদি অবস্থানে হামলা চালালে এসব সেনা মারা যায়।
iqna

captcha