IQNA

'আল্লাহু আকবর' ধ্বনি দিলেই গুলি চালাবে: ভেনিসের মেয়র

19:51 - August 25, 2017
সংবাদ: 2603695
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ভেনিস নগরীর উগ্র ডানপন্থী মেয়র লুইকি বুরোগারো নির্দেশ দিয়েছেন, নগরীর বিখ্যাত সেন্ট মার্কস স্কয়ারের আশেপাশে যে কেউ 'আল্লাহু আকবর' বলে ধ্বনি দিবে তাকে গুলি করে হত্যা করবে।


বার্তা সংস্থা ইকনা: উত্তরাঞ্চলীয় ইতালিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার ভাষায়, সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেয়া হয়েছে। বিতর্কিত মেয়র আরো দাবি করেন, স্পেনের বার্সিলোনা নগরীর চেয়েও নিরাপদ ছিল ভেনিস। চলতি মাসের গোড়ার দিকে গাড়ি চাপার ঘটনায় বার্সিলোনায় ১৩ নিহত হয়েছে।

ইউরোপ যখন ধারাবাহিক সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে তখন এ  নির্দেশ দিলেন তিনি। পার্সটুডে
ট্যাগ্সসমূহ: ইকনা ، আল্লাহ ، ইতালি
captcha