বার্তা সংস্থা ইকনা: চলতি বছরে যে দুটি দেশে কোন হাজি নেই তার মধ্যে একটি হচ্ছে বলিভিয়া। এই বছরে একজনও হাজি হজে অংশগ্রহণ করেনি। অথচ সেদেশে ১ কোটি জনগণের মধ্যে ১ লাখ ৫০ হাজার মুসলিম অধিবাসী রয়েছে। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ ইসলামিক কেন্দ্রসমূহ সেদেশে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলিতে, বলিভিয়ায় বড় ইসলামী আন্দোলন দেখা গিয়েছে।
হজে কোন হাজি অংশগ্রহণ না করার খাতায় অপর একটি দেশ হচ্ছে ইকোয়াডর। এই দেশেও মুসলমানের সংখ্যা কম নয়। এ সত্ত্বেও চলতি বছরে কোন মুসলমানই হজে অংশগ্রহণ করেনি।
ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার অনুগামী ইনস্টিটিউটগুলো ইকোয়াডরের মুসলমানের সংখ্যা ২ হাজার বলে গণ্য করে। তবে সেদেশে মুসলমানের আরও অধিক হবে বলে ধারণা করা হচ্ছে।
iqna