IQNA

মুম্বাইয়ে শিয়াদের অবস্থান + ভিডিও

16:35 - September 05, 2017
সংবাদ: 2603756
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের মুম্বাইয়েও শিয়া মুসলমানেরা শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করে আসছে।
মুম্বাইয়ে শিয়াদের অবস্থান + ভিডিও

বার্তা সংস্থা ইকনা: মুম্মাইয়ের অলিতে-গলিতে শিয়া মুসলমানদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সেখানকার শিয়া মুসলমানেরা বিভিন্ন কার্যক্রমের মধ্যে সক্রিয় রয়েছে।

চলতি বছরে ইমাম রেজা (আ.)এর পবিত্র মাযারের থেকে কয়েক জন খাদের ভারতে গিয়েছিলো। তারা মুম্বাইয়ের বঞ্চিত শিয়াদের মধ্যে সাহায্য প্রদান করেছেন।

ভারতে অবস্থিত ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আলী খামেনায়ীর দপ্তরের পক্ষ থেকে শিয়া অধ্যুষিত এলাকায় একটি ছোট্ট প্রামাণ্যচিত্র প্রকাশ করা হয়েছে।

উক্ত প্রামাণ্যচিত্রটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।

iqna


মুম্বাইয়ে শিয়াদের অবস্থান

captcha