
বার্তা সংস্থা ইকনা: পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জেপি সিংহকে তলব করেছেন সার্ক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ডা. মোহাম্মদ ফয়সাল। কাশ্মিরের পুখলিয়ান সীমান্তে গতকালের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার নিন্দা জানান তিনি। তার ভাষায়, ভারতীয় বাহিনীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এ ছাড়া, চলতি বছরের এ পর্যন্ত এলওসিতে ভারত সাতশ' দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন বলেও উল্লেখ করা হয়।
সম্প্রতি বেশ কয়েক দফা ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ করেছে পাকিস্তান। পার্সটুডে