IQNA

৩ ইসরাইলিকে হত্যার পর গুলিতে শহীদ ফিলিস্তিনি যুবক/ হামাস ও ইসলামী জিহাদের প্রতিক্রিয়া

15:02 - September 26, 2017
সংবাদ: 2603926
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের দুই নিরাপত্তা কর্মকর্তা এবং একজন সীমান্ত পুলিশকে হত্যার পর গুলিতে শহীদ হয়েছেন ফিলিস্তিনের এক যুবক। ৩৭ বছর বয়সী ওই ফিলিস্তিনি নাগরিকের গুলিতে ইসরাইলের আরো এক নিরাপত্তা কর্মী আহত হয়েছে।
৩ ইসরাইলিকে হত্যার পর গুলিতে শহীদ ফিলিস্তিনি যুবক/ হামাস ও ইসলামী জিহাদের প্রতিক্রিয়া
বার্তা সংস্থা ইকনা: ইসরাইল অধিকৃত আল-কুদস বা জেরুজালেম শহরের একটি ইহুদি বসতিতে এ ঘটনা ঘটেছে। ইসরাইলি পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনি শ্রমিকদের সঙ্গে ওই যুবক ইহুদি বসতিতে ঢুকতে সক্ষম হন এবং অস্ত্র বের করে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালান। ইসরাইলি পুলিশ আরো বলছে, ইহুদি বসতির পাশে অবস্থিত বেইত সুরিক গ্রাম থেকে ওই যুবক এসেছিলেন। ইহুদি বসতিতে কাজ করার অনুমতি ছিল তার কাছে।
গত দুই বছর ধরে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশে সীমাবদ্ধতা আরোপের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছেন ফিলিস্তিনিরা। এসব বিক্ষোভ-প্রতিবাদ দমনের জন্য ইসরাইল ধরপাকড় ও হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছে। তবে, গত ১৪ জুলাই আল-আকসা মসজিদের কাছে ইহুদিবাদী দুই সেনা ও তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। পরে ফিলিস্তিনি মুসল্লিদের প্রচণ্ড চাপে আল-আকসা মসজিদ খুলে দিতে বাধ্য হয় ইসরাইল।

ইসলামী জিহাদের প্রতিক্রিয়া
বার্তা সংস্থা আল-আলামে জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন এক বিবৃতিতে শহীদ পিপাসু ফিলিস্তিনি যুবককে সমর্থন করেছে।
ফিলিস্তিনি যুবকের এই সাহসী পদক্ষেপের মাধ্যমে তিনি ইসরাইলি সৈন্য ধ্বংস এবং অপর একজন আহত করেছে। এর ফলে সাহসী যুবকটি ইসরাইলি ও তার সহকর্মীদের মুখে চড় মেরেছে
ইসলামী জিহাদ ইনফরমেশন অফিসের মুখপাত্র দাউদ শাহাব গুরুত্বারোপ করে বলেন: কুদসের এই অপারেশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে ফিলিস্তিনিদের চেতনা এখনও জাগ্রত রয়েছে। এই সাহসী যুবকের পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি জাতি আরও শক্তি অর্জন করেছে।

হামাসের প্রতিক্রিয়া
এদিকে হামাসও গতকালের এই অপারেশনকে ফিলিস্তিনিদের নতুন ধাপের শুরু বলে গণ্য করেছে।  
হামাস বলেছে, ইন্তিফাদা যুবকের এই যুদ্ধ ফিলিস্তিন স্বাধীন হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
iqna




captcha