
বার্তা সংস্থা ইকনা: তবে এ এক অন্য কথা। অন্য নিদর্শন। কারণ সম্প্রীতিতে আগে মানুষ, পরে ধর্ম। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সমাজ সংঘ ক্লাব পুরাতন বাজারে মহরমের শোক মিছিলের আয়োজন করেছিল। তার জন্য ৫০ হাজার টাকা চাঁদাও উঠেছিল।
যদিও মহরমের শোক মিছিল না করে ক্লাবের সদস্যরা প্রতিবেশী এক হিন্দু ক্যানসার আক্রান্ত রোগীকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। মোবাইল দোকানের মালিক আবীর (৩৫) ক্যানসারে ভুগছেন।
ইতিমধ্যে তার হাতে ৬ হাজার টাকা তুলে দিয়েছে সমাজ সংঘ ক্লাবের সদস্যরা। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আবীর কেমোথেরাপি চলছে। তার বোন ম্যারো প্রতিস্থাপন সহ চিকিৎসার জন্য প্রয়োজন ১২ লাখ টাকা।
সমাজ সংঘ ক্লাবের সম্পাদক আমজাদ খান বলেন, "মহরমের শোক মিছিল প্রতিবছর করা যাবে। কিন্তু, আমাদের আগে জীবন বাঁচাতে হবে। আমরা টাকা তুলতে শুরু করেছি। শুক্রবার নামাজের পরে আমরা ইমামকে বলব এই বিষয়ে ঘোষণা করার জন্য। আমাদের শোভাযাত্রা বাজেটের থেকেও বেশি টাকা উঠবে বলে আশা করছি।”
খড়গপুরের পুরাতন বাজারের মহরম কমিটির সদস্য মোহাম্মদ বিলাল বলেন, "আমরা মানুষের সেবা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন। উনি ক্যানসারে ভুগছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমাদের পাশে দাঁড়ানো উচিত।”
বিষয়টি কানে যেতেই খড়গপুর পৌরসভার চেয়ারম্যান বলেন, "আমরাও আবীরকে সাহায্য করার চেষ্টা করব।” এই নিদর্শনকে সেলাম জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর তুষার চৌধুরিও।
তিনি জানান, এলাকায় একটি শীতলা মন্দির রয়েছে। মন্দিরের গেটটি এলাকার মুসলিমরা টাকা তুলে তৈরি করে দিয়েছেন। এমটিনিউজ