IQNA

সৌদি রাজার প্রাসাদে সশস্ত্র হামলা

18:37 - October 07, 2017
সংবাদ: 2604002
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় দেশটির রাজা সালমানের প্রাসাদে সশস্ত্র হামলা হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
সৌদি রাজার প্রাসাদে সশস্ত্র হামলা
বার্তা সংস্থা ইকনা: ইরানের আরবিভাষী চ্যানেল আল-আলম জানিয়েছে, হামলায় সৌদি রাজার আস-সালাম প্রাসাদের দুই প্রহরী নিহত এবং অপর দুই জন আহত হয়েছে। সৌদি সংবাদ মাধ্যমে এক হামলাকারী নিহত হওয়ার খবরও দেয়া হয়েছে।
সৌদি নিরাপত্তা বাহিনী ধারণা করছে, জেদ্দার রাজপ্রাসাদে হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা এবং ধরার জন্য তল্লাসি অভিযান শুরু হয়েছে। অবশ্য, সৌদি সরকার এখনো এ সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি।
এদিকে, জেদ্দার প্রাসাদ এলাকায় বসবাসকারী আমেরিকান নাগরিকদের সতর্ক থাকার জন্য হুঁশিয়ার করে দিয়েছে মার্কিন দূতাবাস।
iqna

captcha