বার্তা সংস্থা ইকনা: কানাডার রাজধানী অটোয়াতে প্রথম মুসলিম নারী পুলিশ তার হিজাবী ইউনিফর্ম পরে একটি সাক্ষাৎকার প্রদান করেন। এ ব্যাপারে পুলিশ প্রধান বলেন, অন্যান্য মুসলিম নারীদের পুলিশ বাহিনীতে যোগদানে উৎসাহিত করার লক্ষে এই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়েছে।
অটোয়ার পুলিশ প্রধান চার্লস বুরডেলওয়ো সোমবার (২৩শে অক্টোবর) টুইটারে তার ব্যক্তিগত পেজে লিখেছেন: শীঘ্রই এই পরিকল্পনার খসড়া একটি নোট প্রস্তুত করা হবে।
তিনি বলেন: পুলিশ সাধারণ নীতি হচ্ছে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় মতপার্থক্যকে সম্মান জানানো; কিন্তু পুলিশ বাহিনীর নিয়ম অনুযায়ী, পুলিশ বাহিনীর পোশাকগুলো তাদের পেশার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।