IQNA

যুক্তরাষ্ট্রে,

পুত্রের হত্যাকারীকে ক্ষমা করলেন মুসলিম এক পিতা

18:45 - November 11, 2017
সংবাদ: 2604294
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লেক্সিন্টন শহরের এক মুসলিম পিতা তার সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন। হত্যাকারী ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল।

Geo.tv এর উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ২০১৫ সালে ট্রে আলেক্সান্ডার রেলফোর্ডের হাতে নিহত সালাহুদ্দীনের পিতা আব্দুল মোনেম সাম্বাত জিতমুদ, ইসলাম ধর্মের নির্দেশনার প্রতি আমল করতে যেয়ে নিজের পুত্রের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন।

তিনি আদালতে ঐ হত্যাকারীর উদ্দেশ্যে বলেন: ‘ইসলাম ধর্মের প্রদর্শিত পথের প্রতি আমল করে আমি আমার পুত্র এবং তার মায়ের থেকে হত্যাকারীকে ক্ষমা করে দিলাম’। আব্দুল মোনেম সাম্বাত জিতমুদের স্ত্রী ও সালাহুদ্দীনের মা, সালাহুদ্দীনের ২ বছর আগে ইহলোক ত্যাগ করেন।

তিনি বলেন: মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরজা সবসময়ের জন্য উন্মুক্ত রয়েছে।

তার সংযোজন: যখন আমি একজনকে ক্ষমা করবো, তখন জীবনে সুন্দরের নতুন একটি অধ্যায়ের সূচনা হবে।

স্থানীয় পুলিশের ভাষ্যমতে, রেলফোর্ড ২০১৫ সালে চুরি করার জন্য জিতমুদের এ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার পুত্রকে হত্যা করে।#3661799


captcha