IQNA

মসজিদে বিয়ের আকদ পাঠে বরকত রয়েছে

23:07 - November 30, 2017
সংবাদ: 2604444
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইসলাম ও কুরআনের আদেশ। ইসলাম ধর্মে বিবাহের আকদ পাঠের মাধ্যমে একজন পুরুষ ও একজন নারী স্বামী-স্ত্রী সম্পর্কে আবদ্ধ হয়ে থাকে।
মসজিদে বিয়ের আকদ পাঠে বরকত রয়েছে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মসজিদ আল্লাহর ঘর হিসেবে পরিচিত। পবিত্র ইসলাম ধর্মে মসজিদের পবিত্রতা ও ভাবগাম্ভীর্যের উপর যেমন গুরুত্বারোপ করা হয়েছে, তেমনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে সংসার গঠনের উপরও তেমন তাগিদ দেয়া হয়েছে। এ কারণে উভয়ই ফজিলতপূর্ণ ও বরকতে পরিপূর্ণ।

ইরানের রাজধানী তেহরানের আয়াতুল্লাহ লাউয়াসানি মসজিদের পেশ ইমাম হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন লাউয়াসানি ইসলামে বিবাহ বন্ধনের গুরুত্বের প্রতি ইশারা করে বলেন: রাসূল (সা.) সব সময় বিবাহ বন্ধনের ক্ষেত্রে জাঁকজমক ব্যতিরেকে এবং সাদাসিধের সাথে বিবাহের আকদ পাঠের উপর গুরুত্বারোপ করেছেন। যাতে মুসলিম যুবক ও যুবতিরা অত্যন্ত সহজ এবং কোন ধরনের উদ্বিগ্নতা না নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার গড়ে তুলতে পারে। পরিণতিতে সমাজ থেকে নানাবিধ অবক্ষয় ও অনৈতিকতার অবসান ঘটবে।

তিনি বলেন : রাসূলের (সা.) মসজিদুন্নবীতে সাহাবিদের বিবাহের আকদ পাঠ করা হত। কেননা এর মাধ্যমে বিবাহের মত পবিত্র বন্ধনে আল্লাহর বরকত ও রহমত বর্ষিত হয়। তাই বর্তমান সময়েও আমরা অহেতুক কোন ধরনের জাঁকজমকতা ব্যতিরেকে মসজিদে বিবাহের আকদ পাঠের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রথা চালু করতে পারি।
captcha