IQNA

কায়রোর রাস্তায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের উপর নিষেধাজ্ঞা

23:54 - November 30, 2017
সংবাদ: 2604445
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মিশরের উত্তরাঞ্চলের সিনাই প্রদেশের একটি মসজিদে সন্ত্রাসীদের হামলার ফলে মিশরের সূফী সুপ্রিম কাউন্সিল এই বছরে কায়রোর রাস্তায় ঈদে মিলাদুন্নবী(সা.)পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নিরাপত্তার জন্য কায়রোর রাস্তায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের উপর নিষেধাজ্ঞা
বার্তা সংস্থা ইকনা: মিশরের সূফী সুপ্রিম কাউন্সিল ঘোষণা করেছে, এই বছর ঈদে মিলাদুন্নবী (সা.)এর উৎসবানুষ্ঠান মসজিদের ভিতরেই সীমাবদ্ধ থাকবে।

প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.)এর উৎসবানুষ্ঠান বর্ণাঢ্য অনুষ্ঠান ও শান্তিপূর্ণ র‌্যালীর মাধ্যমে কায়রোর রাস্তায় পালিত হয়।

মিশরের সূফী সুপ্রিম কাউন্সিল মুখপাত্র আহমাদ কানদিল বলেন: সিনাই প্রদেশের আল-আরিশ শহরের আল-রাউদা' মসজিদে সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই বছরে র‌্যালী পালন করা হবে না।

উল্লেখ্য, মিসরের উত্তরাঞ্চলের সিনাই প্রদেশের আল-আরিশ শহরের আল-রাউদা' মসজিদে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০৫ জন মুসুল্লি নিহত হয়েছেন। বিগত কয়েক বছরের মধ্যে এটাই মিশরের সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা।

সন্ত্রাসীদের এই হামলার জন্য সেদেশে ৩দিনের শোক পালন করা হয়েছে। এই হামলার মূল ঘাতকদের উপযুক্ত জবাব দেয়ার জন্য মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি দায়িত্ব গ্রহণ করেছেন।

iqna



captcha