IQNA

রাসূলের (সা.) প্রতি আল্লাহর আদেশ

22:13 - December 21, 2017
সংবাদ: 2604611
হযরত মুহাম্মাদ (সা.) সমগ্র মানব জাতির চিরন্তন আদর্শ। আল্লাহ তাকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে পাঠিয়েছেন এবং তাকে অনুসরণ ও অনুকরণের জন্য মানব জাতির প্রতি আদেশ দিয়েছেন।

রাসূলের (সা.) প্রতি আল্লাহর আদেশ

 

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাসূল (সা.) এক হাদীসে উল্লেখ করেছেন যে, আল্লাহ তায়ালা আমাকে ৭টি বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার আদেশ দিয়েছেন। অর্থাৎ স্বীয় জীবনে ৭টি বিশেষ অভ্যাস যথাযথভাবে মেনে চলার কথা বলেছেন। আমরা এখানে পাঠকদের উদ্দেশ্যে উক্ত হাদিসটি ও তার বাংলা অনুবাদ তুলে ধরছি-

রাসূল (সা.) বলেন,

'আল্লাহ তায়ালা আমাকে ৭টি বৈশিষ্ট্যের আদেশ দিয়েছেন; যথা:

১- অসহায় ও নি:স্বদের প্রতি ভালবাসাপোষণ ও তাদের পাশে দাড়াতে

২- লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ- এ জিকিরটি অধিক পাঠ করতে

৩- আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখতে; যদিও তারা আমার সাথে সম্পর্ক ছেদ করতে চায়

৪- পার্থিব ক্ষেত্রে আমি যেন আমার নিম্ন শ্রেণীর প্রতি দৃষ্টিপাত করি, না বিত্তশালীদের প্রতি

৫- আল্লাহর পথে নিজেকে যেন ভৎসনা না করি

৬- (অন্যের নিকট অপ্রিয় হলেও) সদা সত্য ও ন্যায় কথা বলতে এবং

৭- অন্যের মুখাপেক্ষী না হতে।

সূত্র: আল উসুল সিত্তাহ আশার, পৃ.৭৫

ট্যাগ্সসমূহ: ইকনা ، হাদিস ، হাদ ، আল্লাহ ، রাসুল
captcha