IQNA

মসুলে নতুন এক গণকবরের সন্ধান

14:58 - January 01, 2018
সংবাদ: 2604704
আন্তর্জাতিক ডেস্ক: নেইনাওয়া অপারেশন কমান্ডার মসুলের উত্তরে একটি নতুন গণকবরের সন্ধান পেয়েছে বলে জানিয়েছেন।

 মসুলে নতুন এক গণকবরের সন্ধান

বার্তা সংস্থা ইকনা: নেইনাওয়া অপারেশন কমান্ডার 'আমির ওয়াসুক জানিয়েছেন: ২৫ জন পুলিশের মৃতদেহ এই গণকবর থেকে উদ্ধার করা হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এসকল পুলিশকে নির্মমভাবে হত্যা করে গণকবর দিয়েছে।

তিনি আরও বলেন: সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এসকল পুলিশ সদস্যদের গ্রেফতার করার জন্য হত্যা করে তাদের পরিচয়পত্র সহকারে দাফন দেয়।

আমির ওয়াসুক বলেন: এই সকল মৃতদেহ উদ্ধার করার পর তাদের পরিচয় সনাক্ত করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ইরাকে দায়েশের পতনের পর থেক এ পর্যন্ত বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দায়েশ বিরোধী যুদ্ধে শহীদ যোদ্ধাদের লাশ এসকল গণকবরে কবর দেয়া হয়েছে।

iqna

 

 

captcha