বার্তা সংস্থা ইকনা: ইরাকের নিরাপত্তা বাহিনীর উৎস ঘোষণা করেছে, দায়েশের মিডিয়া বিষয়ক কর্মকর্তা মাযাহের হামাদ জেহিস এক গোয়েন্দা অপারেশন কোর্স শেষ করার পর মসুলের দক্ষিণাঞ্চলের কায়রা জেলার হুদ গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। ইরাকের নিরাপত্তা বাহিনী মাযাহের হামাদকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ইরাকের সীমান্তবর্তী পূর্ব ইয়াকুবা অঞ্চলের একটি সীমান্ত চেকপয়েন্টে সন্ত্রাসীদের বোমা হামলায় দুইজন পুলিশ আহত হয়েছে।
মিডিয়া বিষয়ক দায়েশের ওমর ইয়তিক নামক অপর কর্মকর্তাকে তুরস্কের নিরাপত্তা বাহিনী চিহ্নিত এবং গ্রেফতার করেছে।
নিরাপত্তা বাহিনী ইরাক ও সিরিয়া থেকে দায়েশের বাকী সদস্যদের নির্মূল করেছে। আর এরফলে অনেক সন্ত্রাসীরা শেষ পর্যায়ে আত্মঘাতী হামলা চালাচ্ছে এবং অনেকেই সৌদি আরব, জর্ডান, তুরস্ক ও ইউরোপের শরণাপন্ন হচ্ছে।