IQNA

মুসলমানদের ভারত ছাড়ার আহ্বানে বিজেপি নেত

21:28 - February 07, 2018
সংবাদ: 2604992
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে হিন্দুত্ববাদী বিজেপি’র সিনিয়র নেতা এমপি বিনয় কাটিয়ার বলেছে, ‘ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তারা বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাওয়া উচিত।’


বার্তা সংস্থা ইকনা: বুধবার সংবাদসংস্থা এএনআইতে তার এ সংক্রান্ত মন্তব্য প্রকাশ্যে এসেছে।
বিনয় কাটিয়ার তার বিতর্কিত মন্তব্যে বলেছে, ‘মুসলিমদের এদেশে থাকাই উচিত নয়। তারা জনসংখ্যার ভিত্তিতে দেশকে বিভক্ত করেছে, সেজন্য এদেশে থাকার তাদের কী প্রয়োজন ছিল? তাদের এক আলাদা ভূখণ্ড দেয়া হয়েছে, বাংলাদেশ বা পাকিস্তানে যান। এখানে তাদের কী কাজ?’
এর আগে বিনয় কাটিয়ার বলেছে, যারা ‘বন্দে মাতরম’ এবং ‘তিরঙ্গা’কে সম্মান করে না, যারা পাকিস্তানি পতাকা তোলে তাদের শাস্তি দেয়া উচিত।
হিন্দু প্রধান দেশ ভারতে মুসলমানদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হয়ে। বর্তমানে ভারতে প্রায় ২০ কোটি মুসলিম নাগরিক রয়েছে।

iqna

 

captcha