বার্তা সংস্থা ইকনা: মিয়ানমার সামরিক বাহিনীর হাতে নিপীড়নের শিকার হবার ভয়ে সীমান্তের তম্বু এলাকায় ৬ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে। মিয়ানমারের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই অঞ্চল পরিদর্শন করেছেন।
এসময় ওই মন্ত্রী নো ম্যান্সল্যান্ড থেকে সরে রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যেতে বলেন। অন্যথায় পরিণাম ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে, রোহিঙ্গাদের ইতিহাস মুছে ফেলতে রাখাইনে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যম।
মিয়ানমারে ইইউ'র রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান স্মিদ-এর টুইটারে, আকাশ থেকে তোলা এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করা হয়। এ ঘটনায় সংঘাতপূর্ণ অঞ্চলটিতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমটিনিউজ