IQNA

ইমাম মাহদীর দৃষ্টিতে বিপ্লবী ইসলাম

23:24 - March 07, 2018
সংবাদ: 2605207
ইমাম মাহদীর দৃষ্টিতে বিপ্লবী ইসলাম বলতে বোঝানো হয়েছে যে, কোন অবস্থাতেই জালেমকে প্রশ্রয় দেয়া যাবে না এবং অত্যাচারী ও বিধর্মীদের সাথে কোন আপস চলবে না।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর আন্দোলন হচ্ছে মহানবীর নবুয়ত, মাওলা আলীর আদালত ও ইমাম হুসাইনের ত্যাগের মহিমায় চির ভাস্বর। তিনি গোটা বিশ্বকে জুলুমের হাত থেকে নাজাত দিবেন এবং বিশ্বকে ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ করবেন। মানুষের চিন্তা চেতনার উৎকর্ষ এবং আল্লাহর নৈকট্য লাভ করা।

ইমাম মাহদীর বিশ্বজনীন বিপ্লবের মাধ্যমে দুনিয়া থেকে অত্যাচারীরা চিরতরে বিদায় নিবে এবং ফেতনা ফাসাদ ও অন্যায় অত্যাচার দূরীভূত হবে। মোটকথা তিনি শয়তানদের দলকে পরাজিত করে আল্লাহর দলকে বিজয়ী করবেন।

ইমাম কাজিম(আ.) বলেছেন: «…‌‌الثاني عشرمنا يسهِّلُ الله له كل عسير…‌‌و يبير به كل جبّار عنيد و يهلك علي يده كل شيطان مريد»؛ মহান আল্লাহ আমাদের কায়েমের জন্য সকল সমস্যাকে সহজ করে দিবেন এবং তার মাধ্যমে সকল শয়তান ও শয়তানি শক্তিকে নাবুদ করে দিবেন।

ইমাম হাদি আল নাকি(আ.) বলেছেন: «يحق الله به الحق و يزهق الباطل و هو مهديكم المنتظر»؛ মহান আল্লাহ, তার মাধ্যমে সত্যকে সুপ্রতিষ্ঠিত করবেন এবং বাতিলকে ধ্বংস করবেন। আর তিনি হচ্ছেন ইমাম মাহদী। শাবিস্তান

captcha