IQNA

২৭ ভাষায় অনুবাদ হবে পবিত্র কুরআন

17:27 - March 29, 2018
সংবাদ: 2605377
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি ধর্মীয় বিষয়ক সংগঠন বিশ্বের প্রচলিত ২৭টি ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করতে যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: তুরস্ক ধর্মীয় বিষয়ক সংগঠনের বিদেশী ভাষা প্রকাশনা বিভাগের প্রধান ইলিডিরায় ক্বালান জানিয়েছেন, তুর্কি ধর্মীয় বিষয়ক সংগঠনের পক্ষ থেকে বিশ্বের প্রচলিত ২৭টি ভাষায় পবিত্র কুরআন অনুবাদ করা হবে।
তিনি বলেন: এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ভাষা এবং উপভাষায় যারা কথা বলেন, তাদের বোঝার সুবিধার্থে তাদের হাতে এসকল অনুদিত পাণ্ডুলিপি তুলে দেয়া।
ইলিয়িারায় বলেন: এই কাজ সফল ভাবে সম্পন্ন করার জন্য প্রায় ৪০০ জন অনুবাদক আমাদের সাহায্য করবে।
iqna

 

captcha