বার্তা সংস্থা ইকনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতির মাধ্যমে ঘোষণা করেছে, ইয়েমেনের ২৩টি প্রদেশের মধ্যে ২০টি প্রদেশের এবং ৩৩৩টি শহরের মধ্যে ১৯১টি শহরে পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে যে, ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে এসকল শহরের ৮৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে।
এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত ১৫১৬ জন নাগরিক এই রোগে আক্রান্ত হয়েছে। ইয়েমেনের আব ও হাদীদাত প্রদেশের এই রোগ বেশী দেখা দিয়েছে।
ডিপথেরিয়া এমন এক ধরণের ইনফেকশাস যা অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক জনিত রোগ। এই রোগে যারা আক্রান্ত হয় তাদের শ্বাসযন্ত্রের সিস্টেমের সমস্যা সৃষ্টি হয়েছে। এই রোগের আলামত হচ্ছে গলা ব্যথা, জ্বর, কাশি এবং ক্রাম্পিং। এসকল আলামত তীব্রতা হলে হৃদরোগ, কিডনির সমস্যা এবং হাত ও পায়ে পক্ষাঘাতের সৃষ্টি হয়।
iqna