বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের সারাপুল প্রদেশে নিরাপত্তা কর্মকর্তা আসাদুল্লাহ হাবিবী ঘোষণা করেছেন: ৯ম এপ্রিল তালেবানের সশস্ত্র সন্ত্রাসীরা সারাপুল প্রদেশের "সায়িদাবাদ" গ্রামে পুলিশ স্টেশনে হামলা চালায়। এই হামলার ফলে পুলিশের ৬ সদস্য নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এঘটনার পর নিরাপত্তা কর্মীদের ঘটনাস্থলে প্রেরণ করা হয়।
এদিকে আফগান পুলিশ স্টেশনে হামলার বিষয়টি তালেবান নিশ্চিত করেছে, যা চেকপয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে। এই বিবৃতিতে আরও ঘোষণা করেছে, বর্তমানে এই পুলিশ স্টেশনটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে সারাপুল একটি। এই প্রদেশটি সেদেশের উত্তরাঞ্চলে অবস্থিত।
iqna