বার্তা সংস্থা ইকনা: মিশরের ডিপার্টমেন্ট অব এডুকেশনের পক্ষ থেকে সেদেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্বানার ৩৯ জন হাফেজকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
এ সকল হাফেজগণ ক্বানায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর সংগ্রহ করেছেন। সম্প্রতি ক্বানায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ১২০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন।
৩৯ জনের মধ্যে ১১ জন সম্পূর্ণ কুরআনের হাফেজ, ১৪ জন ১৫ পারা কুরআনের হাফেজ এবং ১৪ জন সাড়ে ৭ পারা কুরআনের হা্ফেজ।
কুরআন হাফেজদের সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠানটি সেদেশের বৈজ্ঞানিক ও প্রযুক্ত গবেষণা কেন্দ্রের মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মিশরে শিক্ষা উপমন্ত্রী এবং এনডাওমেন্ট উপমন্ত্রী সহ বেশ কয়েক জন উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
iqna