IQNA

দায়েশের হামলায় সিরিয়ার ৪৫ জন সেনা নিহত

21:50 - June 07, 2018
সংবাদ: 2605931
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সিরিয়ার পূর্বে ফুরাত নদীর পূর্ব তীরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় সিরিয়ার ৪৫ জন সামরিক সেনা নিহত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক 'রামী আব্দুর রহমান" বলেন: সোম ও মঙ্গলবারে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে বন্দুক যুদ্ধে সিরিয়ার ৪৫ জন সেনা নিহত হয়েছেন।
তিনি বলেন: এই বন্দুক যুদ্ধে দায়েশের ২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
রামী আব্দুর রহমান আরও বলেন: এসময় সিরিয়ার সেনারা ফুরাত নদীর পূর্ব তীরের ৪টি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে আনে।
এই গ্রামগুলো বুকোমাল এবং দির আয-যুর শহরে প্রধান সড়কে অবস্থিত এবং এই দুই শহরের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ায় সকল স্থানে দায়েশের পরাজয়ের পরে এই সন্ত্রাসী গোষ্ঠী বর্তমানে সেদেশের দির আয-যুর প্রদেশে নিজেদের ঘাটি তৈরি করেছে।
iqna

 

captcha