বার্তা সংস্থা ইকনা: উক্ত অনুষ্ঠান তুর সিনা শহরের অনেক হাফেজ উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাস উপলক্ষে মিশরের এনডাওমেন্টের অফিসের তত্ত্বাবধায়নে এই সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হাফেজদের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের ৫ম জুনে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
এই প্রতিযোগিতা মোট ৬টি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো যথাক্রমে ৮ পারা কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ ২৩ পারা কুরআন হেফজ, ৩ পারা কুরআন হেফজ, শুধুমাত্র ৩০ পারা কুরআন হেফজ এবং সম্পূর্ণ কুরআন হেফজ।
এই প্রতিযোগিতায় মোট ১২০ জন শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছে। শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে।
এছাড়াও ৬ বছরের নীচে সকল অংশগ্রহণকারীদের পবিত্র কুরআন তিলাওয়াত এবং কুরআনিক জ্ঞান অর্জনের লক্ষ্যে অনুপ্রেরণার জন্য পুরুষকার বিতরণ কারা হয়েছে।
iqna