IQNA

ইসলামী পোশাক প্রতি প্রবণতা বৃদ্ধির লক্ষ্যে;

ইন্দোনেশিয়ায় ইসলামী পোশাক ডিজাইন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

20:17 - June 11, 2018
সংবাদ: 2605961
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ইসলামী পোশাকের চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে সেদেশে প্রথম ইসলামী পোশাক ডিজাইন এবং সেলাই কেন্দ্রের উদ্বোধন হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: এই নতুন প্রশিক্ষণ সেন্টারে ১৪০ জন শীর্ষ রয়েছে। এখানে স্কার্ফ, মাকনায়, নারীদের জন্য লম্বা পোশাক এবং পুরুষদের জন্য ইসলামী পোশাকের ডিজাইন এবং সেলাই করা হয়।
এই প্রশিক্ষণ সেন্টারের প্রতিষ্ঠাতা 'দিদান সিইসুয়ান্টু' বলেন: যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে তাদের নিকট আমাদের আহ্বান তারা যেন অনন্য ডিজাইনে পোশাক তৈরি করে এবং শিল্পের অগ্রদূতের প্রতি সর্বদা সতর্ক থাকে।
তিনি আরও বলেন: এছাড়াও তাদেরকে ইসলামী আহকামের প্রতি লক্ষ রেখে ডিজাইনের কাজ শেখানো হচ্ছে।
৯ মাসের এই প্রশিক্ষণ কোর্সে মুসলিম নারী ও পুরুষরা অংশগ্রহণ করতে পারবে। মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও এই প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হতে পারবে।
ইন্দোনেশিয়ান শিল্প মন্ত্রণালয় আশাবাদী সেদেশ ২০২০ সালের মধ্যে বিশ্বের ইসলামিক ড্রেসিং সেন্টার পরিণত হবে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে ইসলামিক পোশাকের প্রবণতা নাটকীয়ভাবে ক্রমবর্ধমান হয়েছে। অথচ কয়েক বছর পূর্বেও এই মুসলিম দেশে ইসলামী পোশাকের প্রসর তেমন ছিল না।
iqna

 

captcha