 
                          
বার্তা সংস্থা ইকনা: সেনেগালে অবস্থিত ইরানি কালচারাল কাউন্সিলার সাইয়্যেদ হাসান এসমাতীর সাথে সেদেশের সিনেমা হলের মালিক, মুভি ডিস্ট্রিবিউটর এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের "চিত্র ও জীবন"-এর পরিচালক "খলিলু আনদী" এবং "অ্যালান জেন" সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তারা ইরানের পরিচালক মাজিদ মাজিদির নির্মিত "মুহাম্মাদ রাসুলুল্লাহ" সিনেমা ক্রয় এবং সেদেশে এই ঐতিহাসিক সিনেমা প্রচারের ব্যাপারে কথোপকথন করেন। এসময় সাইয়্যেদ হাসান এসমাতী এই সিনেমার ব্যাপারে সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
খলিলু আনদী" এবং "অ্যালান জেন"কে অভিনন্দন জানিয়ে সাইয়্যেদ হাসান এসমাতী বলেন: "আপনারা এই ঐতিহাসিক ধর্মীয় সিনেমাটি কিনতে আগ্রহী। আমি জনাব মাজিদ মাজিদিকে আপনাদের বার্তা পৌঁছে দেব।
উল্লেখ্য, এই বৈঠকে কালচারাল সেন্টারের ফিল্ম উপদেষ্টা "আয়েশা জাহ" উপস্থিত ছিল। তিনি এই দুই দেশের পক্ষ থেকে যৌথ পরিচালনায় চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব দিয়েছেন। বৈঠকের শেষে সাইয়্যেদ হাসান এসমাতী সেনেগালের সিনেমা কর্মীদেরকে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি উপহার দেন।
