বার্তা সংস্থা ইকনা: গতকাল (শনিবার) তিনি বলেন, “আমাদের পশ্চিম উপকূলে হামলার বৈধতা অর্জনের জন্য শত্রুরা মিথ্যা অজুহাত দেখাচ্ছে কিন্তু তারা প্রকৃতপক্ষে পুরো ইয়েমেনকে দখল করতে চায়।” আবদুল মালেক বলেন, আগ্রাসী শক্তি যখন হুদায়দা শহরে জাতিসংঘ দূতের শান্তি প্রতিষ্ঠার পদক্ষপকে নাকচ করেছে তখনই তাদের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়েছে।
হুদায়দা অভিযানে হুথি যোদ্ধা ও তাদের সমর্থিত সেনাদের ভূমিকার প্রশংসা করেন আবদুল মালেক এবং আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, আগ্রাসীরা মনে করেছিল রাতারাতি তারা পশ্চিম উপকূল দখল করে নেবে কিন্তু তাদের ব্যর্থতা এখন সবার কাছে পরিষ্কার।
সম্প্রতি হুদায়দা শহরকে জাতিসংঘ পর্যবেক্ষণের আওতায় আনার জন্য ইয়েমেন বিষয়ক জাতিসংঘ দূত প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সে প্রস্তাব নাকচ করেছেন ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি। তারপর আবদুল মালেক এই বক্তব্য দিলেন।