IQNA

হিউস্টন মসজিদে দুর্বৃত্তদের আগুন দেয়ার রহস্য খুঁজছে মুসলিম কমিউনিটি

2:18 - July 26, 2018
1
সংবাদ: 2606302
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হিউস্টন মসজিদে দূর্বৃত্তদের আগুন মুসলিম কমিউনিটি একে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাত্নক অপরাধ ছড়ানোর অংশ হিসাবে দেখছেন।

বার্তা সংস্থা ইকনা:টেক্সাসের বৃহত্তর হিউস্টন অঞ্চলের হ্যারিস কাউন্টির মুসলিম কমিউনিটির সদস্যরা গত বৃহস্পতিবার একটি মসজিদে দূর্বৃত্তদের আগুন লাগিয়ে দেয়ার উদ্দেশ্য সম্পর্কে এখনো উত্তর খুঁজছেন।

হ্যারিস কাউন্টির অগ্নি নির্বাপক সংস্থার প্রধান জানান যে, বৃহস্পতিবার রাত সাড়ে ৪টারদিকে ব্রন্সভেলি সরনির নর্থশোর ইসলামিক কেন্দ্রের মূল ফটকে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এমনকি তারা মসজিদের ইমামের গাড়ির টায়ারেও আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার সকালে নিরাপত্তা কর্মীরা মসজিদ থেকে সতর্ক সংকেত শুনতে পেয়ে পানির সাহায্যে আগুন নেভাতে সক্ষম হন।

‘যা ঘটেছে তার জন্য আমি খুবই বাজে অনুভব করছি। এখানে এমন একটি ঘটনা ঘটেছে যা হওয়ার ছিল না। আমি এখনো জানি না কারা এটা করেছে এবং তাদের উদ্দেশ্য কি। এটা আসলেই একটি খারাপ ঘটনা’-মুহাম্মদ সিতার নামে মসজিদটির একজন সদস্য কথাগুলো বলেন।

অগ্নিকান্ডের সময় নিরাপত্তা ক্যামেরাগুলো নিষ্কীয় ছিল। এর ফলে অগ্নি সংযোগকারীকে চিহ্নিত করা তদন্তকারীর পক্ষে আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইউএস টুডে

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
sckemlcb
0
0
20
captcha