বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের জিজান প্রদেশের মাশাআল ঘাঁটিতে ইয়েমেনের সেনারা পাল্টা হামলা চালালে এ ঘটনা ঘটে। আল-মাসিরা টেলিভিশন চ্যানেল সৌদি আরবের আটক দুই সেনার ভিডিও ফুটেজ সম্প্রচার করেছে।
এদিকে, জিজান ও মা’রিব প্রদেশে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে সৌদি আরবের আট ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, তায়িজ প্রদেশে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী বিশাল অভিযান চালিয়েছে। এ অভিযানে সংযুক্ত আরব আমিরাতের সেনাদের ব্যবহার করা গাড়ি এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদায়দার ওপর সৌদি আরব ভয়াবহ বোমাবর্ষণ শুরুর পর ইয়েমেনের সেনা ও হুথি যোদ্ধারা এসব অভিযান চালিয়েছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা হুদায়দা শহরের ওপর ব্যাপক হামলা চালায়। ওই হামলায় সৌদি আরব বিমান সহায়তা দেয়। তবে হুথি যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে কথিত আরব জোট পিছু হটতে বাধ্য হয়।