IQNA

লেবানন থেকে সিরিয়ার ৩৪৮ শরণার্থীর প্রত্যাবর্তন

23:14 - August 02, 2018
সংবাদ: 2606357
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় রাশিয়ান রিসেপশন, ডিস্ট্রিবিউশন এবং এসাইলাম সেন্টারের প্রধান "আলেক্সিগ টাগানুকুফ" বলেছেন: গতকাল লেবানন থেকে সিরিয়ায় ৩৪৮ জন শরণার্থী নিজ দেশে প্রত্যাবর্তন করেছে।


বার্তা সংস্থা ইকনা: সিরিয়ায় রাশিয়ান রিসেপশন, ডিস্ট্রিবিউশন এবং এসাইলাম সেন্টারের প্রধান যুগ্ম সমন্বয় সদর দপ্তরে অনুষ্ঠিত এক সম্মেলনে বলেছেন: গতকাল সিরিয়ার ৩৪৮ শরণার্থী লেবানন থেকে নিজ দেশে ফিরে গেছে।
এই এসাইলাম সেন্টার এক বিবৃতিতে ঘোষণা করেছে: ১৮ জুলই হতে এ পর্যন্ত সিরিয়ার মোট ৪১৭৪ শরণার্থী নিজ দেশে ফিরে গিয়েছেন।
উল্লেখ্য, সিরিয়ার শরণার্থীদের নিজ দেশে ফিরে আসার জন্য রাশিয়া সিরিয়াতে একটি এসাইলাম সেন্টার স্থাপন করেছে।
iqna

 

captcha