IQNA

গাজায় ইসরাইলের বিমান হামলা

23:52 - August 04, 2018
সংবাদ: 2606370
আন্তর্জাতিক ডেস্ক: আজ (৪র্থ আগস্ট) ইসরায়েলি যুদ্ধবিমান গাজার উত্তরাঞ্চলে বোমা বর্ষণ করেছে।

‘মগজ ধোলাই হয়ে উগ্রপন্থী হয়েছিল আমার ছেলে’
বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের গাজা শহরের উত্তরাঞ্চলের প্রতিবাদী যুবকদের উদ্দেশ্য করে এই হামলা চালায়।
ইহুদিবাদী ইসরাইলের আর্মি মুখপাত্র "আফিখাই আদ্রয়ী" এক বিবৃতিতে বলেছে: ফিলিস্তিনের একদল যুবক গাজার প্রতিবেশী ইহুদিবাদী ইসরাইলের মিনি টাউনে অগ্নি ঘুড়ি প্রেরণ করে হামলা চালাচ্ছিল। ইসরাইলি সেনারা আকাশ পথে ঐ যুবকদের উপর বোমা বর্ষ করে।
এই হামলার ফলে এখনও পর্যন্ত কোন ক্ষতির পরিমাণ বা হতাহতে কোন খবর প্রকাশ হয়নি।
iqna

 

 

captcha