 
                          
বার্তা সংস্থা ইকনা: একদিনের এই কর্মশালা "ইমামিয়া" ছাত্র সংগঠনের সহযোগিতায় আজ (৮ম আগস্ট) আগ্রহী শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মশালায় পাকিস্তানের বিশিষ্ট আলেমগণ, "ইমামিয়া" ছাত্র সংগঠনের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা পেশ করবেন।
"আত্মজ্ঞান এবং ইমামে জামানার মারেফাত" প্রশিক্ষণ কর্মশালার আয়োজক কমিটি ঘোষণা করেছে, ইমামে জামানা (আ.)কে চেনা, বেলায়েতে ফাকিহ এবং ফতোয়া সহকারে অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে।